স্টাফ রিপোর্টার ঃ ২০২৩-২৪ অর্থবছরে শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচজন সেনাবাহিনী পদক (এসবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত মোট ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনা প্রধান। এর মধ্যে বিশিষ্ট সেবা পদক (বিএসপি)’ পদে ভূষিত হন ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের সেনা সদস্য মোঃ ওবায়দুল্লাহ খান। সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১ ডিসেম্বর শনিবার এই সম্মাননা পদক পড়িয়ে দেন। তরুণ এই সেনা সদস্য ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের সাইফুল খানের ছেলে। ২০১৩ সালে দেশ সেবার লক্ষে বাংলাদেশ সেনাবাহীনিতে যোগদান করেন। সন্তানের এই অর্জনে তার বাবা-মা ও পরিবার গর্বিত ও আনন্দিত। বিএসপি পদক পাওয়ায় তার আত্মীয়-স্বজন, নিজ এলাকার বন্ধু-বান্ধব ও কর্মস্থলের সহপার্টিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তরুণ এই দেশ প্রেমিক সেনা সদস্যকে।সেনা সদস্য ওবায়দুল্লাহ খান বলেন, বাংলাদেশ সেনাবাহীনির একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। এই সম্মাননা পদক আমাকে আরও বেশি উৎফল্লিত করবে এবং অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে নিজের সর্বোচ্চটা দিয়ে যেন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি এটায় আমার চাওয়া।
আপনার মতামত লিখুন :