স্টাফ রিপোর্টার : “গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিবে আলোর রেশ” এই শ্লোগানে ময়মনসিংহে একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর উপেন্দ্র কিশোর বিদ্যাপীঠ প্রাঙ্গনে এ আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রাখেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌসি বেগম। উক্ত অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, মহিলা বিষয়ক কার্যালয়ের একাউন্টেট বিলকিস আক্তার, সিআরএফ সুরভী বিশ্বাস, সপিপিসি সুদিপা বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবগৃ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কার্যক্রমের স্টল পরিদর্শণ করেন অতিথি বৃন্দ। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :