ময়মননিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ৪:১৫ অপরাহ্ন / ১২৮
ময়মননিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : “শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মননিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। গত রবিবার (৮ অক্টোবর) বিকালে নগরীর আকুয়ায় সরকারি শিশু পরিবার বালিকা চত্বরে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সমাপনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান। আরো বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক সাজনিন নাহার, শিশু বক্তা জিলা স্কুলের স্বাগ্নিক সরকার ও বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসরাত মেহেজাবিন মল্লিক।
আলোচনা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে শিশুদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সরকারি শিশু পরিবার বালিকার সুবিধাবঞ্চিত শিশুদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিশু একাডেমির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ সরকারি শিশু পরিবার বালিকার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।