ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান আর্টহাউস সিনেমা ডে’র নবম আসর


swadesh sangbad প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন /
ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান আর্টহাউস সিনেমা ডে’র নবম আসর

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ সিটিতে প্রথমবারের মতো ইউরোপিয়ান আর্টহাউস সিনেমা ডে’র নবম আসর অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীতে বিকল্প সিনেমার ধারাকে বেগবান করতে এই উদ্যোগটি কাজ করে যাচ্ছে।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সকালে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ আর্টহাউস সিনেমাস (ঈওঈঅঊ) এর সহযোগিতায় ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মেডলা (ওঅঋগ) দ্বারা আয়োজিত দিনব্যাপী আলোচনা, সমসাময়িক ইউরোপীয়ান আর্ট হাউজ চলচ্চিত্র প্রদর্শনী, একটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশ প্রিমিয়ার আয়োজনের পাশাপাশি সিনেমা নিয়ে আলোচনা, ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় তিনি বলেন, প্রকৃতি প্রবর্ত যা হয় তাই কালচার।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানের ২য় পর্বে ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা ও ইউরোপিয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট ব্লম, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংস্কৃতিক কর্মী আব্দুর রব মোশারফ।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট সিনেমাস (সিআইসিএই) মূলত একটি আন্তর্জাতিক সংস্থা। যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রদর্শনে প্রেক্ষাগৃহ ও প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। সিআইসিএই বর্তমানে ইউরোপ, আমেরিকা, এশিয়া, এবং আফ্রিকার বিভিন্ন দেশের সিনেমা হল ও ফিল্ম ফেস্টিভালগুলোকে অন্তর্ভুক্ত করেছে ও করে যাচ্ছে। যারা মূলত আর্ট ফিল্ম প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৬ সালে সংস্থাটি ইউরোপের আরেকটি সংগঠন ইউরোপা সিনেমাসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে। প্রতিবছর ইউরোপের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা এই উদ্যোগের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন এবং তাদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে যে সকল চলচ্চিত্র প্রদর্শিত হয়-

– দ্য সাইরেন (২০২৩)১ ঘণ্টা ৪০ মিনিট/ ফ্রান্স (উদ্বোধনী চলচ্চিত্র)
– গন্ডোলা (২০২৩) ১ ঘণ্টা ২২ মিনিট/ জার্মানি (বাংলাদেশ প্রিমিয়ার)
– দ্য মিটসেলার (২০২৩)১৭ মিনিট/ ইতালি (বাংলাদেশ প্রিমিয়ার)
– আই প্রমিস ইউ প্যারাডাইস (২০২৩) ২৫ মিনিট/ ফ্রান্স, মিশর (বাংলাদেশ প্রিমিয়ার)
– ফ্রম সুরমা (২০২৩) ১২ মিনিট/ বাংলাদেশ (বাংলাদেশ প্রিমিয়ার)
অনুষ্ঠানের শুরুতে উপজাতীয় সাংস্কৃতিক আয়োজন ও মহুয়া পালার অংশবিশেষ পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের ১ম পর্বের বিরতিতে আগত অতিথিবৃন্দ ময়মনসিংহের বিভিন্ন দর্শনীয় স্থান বিশেষ করে শশীলজ পরিদর্শন করেন। ফরাসি রাস্ট্রদূত শশীলজের ভাঙ্গা ভেনাস ভাস্কর্যের সামনে নীরবে দাঁড়িয়ে শোক জ্ঞাপন করেন। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে পুরো দিনের কর্মসূচী মুখর হয়েছিল।