ময়মনসিংহে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ এর উদ্বোধন


swadesh sangbad প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন /
ময়মনসিংহে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫ এর আওতায় ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ এর বাছাই শুরু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন লেডিস ক্লাব মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে সুযোগ পেতে ১৩টি উপজেলা থেকে ১৫৫ জন খেলোয়াড় প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পায় ৪০ জন খেলোয়াড়। প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ এবং বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহারসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।