স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৪ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কুষ্টিয়া এলাকা হতে নিয়মতি মামলার আসামী আকরামুজ্জামান ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বেগুনবাড়ী এলাকা হতে চুরি ঘটনার সহিত সন্দিগ্ধ আসামী রাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন রেল ষ্টেশন এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী উসমান ও সচীন রবিদাসকে গ্রেফতার করা হয়। এসআই কামরুল হাসান, এএসআই বিল্লাল হোসেন ময়মনসিংহ সিটিকর্পোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বে-সামাল অবস্থায় জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টির অপরাধে আসামী সুমন, সুমন মিয়া, মোঃ রবিন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আল ইমরানকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই মাসুদ জামালী, এএসআই মোঃ কাজল মিয়া, সোহেল রানা এবং সাইফুল ইসলামগন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২টি সিআর সাজা ও ৩টি সিআর সহ সর্ব মোট ৫টি বডি তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ২জন মোঃ আজাহারুল ইসলাম (মানিক), মোঃ মজিবুর রহমান। উল্লেখ্য যে, মোঃ মজিবুর রহমান এর বিরুদ্ধে সাজা পরোয়ানা ছাড়াও ২টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু রহিয়াছে। সিআর গ্রেফতারী পরোয়ানায় ৩ জন ঝরণা। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
আপনার মতামত লিখুন :