ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১০


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৩, ২:৫৫ অপরাহ্ন / ৪৭
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও ভালুকা থানা এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ আলী আজগর ও মোঃ আবুল কাশেম খানকে গ্রেফতার করা হয়। এসআই তাইজুল ইসলাম এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ এর সিএনজি ষ্ট্যান হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী মোঃ বরকত আলী, বাবু এবং মোঃ ছালাম বেপারীকে গ্রেফতার করা হয়। এএসআই সুজন চন্দ্র সাহা, মিজানুর রহমান, সোহরাব হোসেন সর্ব কোতোয়ালী থানা, ময়মনসিংহগন সংগীয় অফিসার-ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলায় রফিকুল ইসলাম, শ্যামল ভৌমিক, মোঃ তানভীর, মোঃ সামির আহমেদ, মোঃ রফিকুল ইসলাম রফিক।
ইছাড়াও এএসআই শামীমুল হাসান ও ফরহাদ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা এবং এসআই অসীম কুমার দাস ০১ জিআর সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করা হয়। সিআর সাজা গ্রেফতারী পরোয়নায় ০২ জন মোজাম্মেল হক মাসুদ ও মুহাম্মদ আনোয়ারুল আমিন। জিআর গ্রেফতারী পরোয়নায় ০১ জন মোঃ রাজন মিয়া। প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।