স্টাফ রিপোর্টার ঃ দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নব গঠিত এডহক কমিটির পরিচিত সভা ও বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বেলা ২টায় ট্যাক্সেস বার এসোসিয়েশন কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা মিয়ে নতুন এডহক কমিটির নেতৃবৃন্দকে বরণ করেন নেন বারের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই নব গঠিত এডহক কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন বারের সাবেক সভাপতি এডভোকেট সাদিক হোসেন। কমিটির আহবায়ক- এড. মোঃ সাজ্জাদুর রহমান আকন্দ (নয়ন), যুগ্ম আহবায়ক-আজিজুল হাই সোহাগ, আয়কর আইনজীবী, সদস্য-এড.মোঃ আব্দুস সালাম ভূঁঞা, সদস্য-এড.মোঃ নজরুল ইসলাম ও সদস্য-মোঃ মনোয়ার হোসেন খান (সুমন) আয়কর আইনজীবী।
বারের সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন ভ’ঞা এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহেদুজ্জামান এর সঞ্চালনায় পরিচিতি সভায় বারের সাবেক সভাপতি হারুন আর রশিদ, সাবেক সভাপতি সৈয়দ ফেরদৌসুর রহমান হিরু, সাবেক সভাপতি হাসান আলী খান প্রমুখ। এসময় ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়কর আইনজীবী সহ জেলা
বারের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এডহক কমিটির আহবায়ক- এড. মোঃ সাজ্জাদুর রহমান আকন্দ (নয়ন) বলেন, সকল আইনজীবীদের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্যাক্সেস বার এসোসিয়েশনের একটি নতুন কমিটি নির্বাচিত করা হবে এবং নির্বাচিত কার্যকরী কমিটির হাতে সমিতির দায়িত্ব বুঝাইয়া দেয়া হবে।
উল্লেখ্য, সমিতির ২০২৪ সনের কার্যকরী কমিটি গঠন কল্পে নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিলের বিরুদ্ধে সমিতির কতক সদস্য মাননীয় সদর সিনিয়র সহকারী জজ আদালতে ৯০/২৪ অন্য প্রকার মোকদ্দমা দায়ের করিয়া চলমান নির্বাচনী কার্যক্রমের উপর স্থিতাবস্থার (ংঃধঃঁংয়ঁড়) আদেশ প্রাপ্ত হন। ইতিমধ্যে বিগত কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় মোকদ্দমার বাদীপক্ষ মাননীয় আদালতে এক দরখাস্ত দিয়া মোকদ্দমা নিষ্পত্তি সাপেক্ষে সমিতির কার্যক্রম পরিচালনা করিতে সমিতির গঠনতন্ত্রের ঈঐঅচঞঊজ-ঢ ধারা ২২ এর (ন) (প) মোতাবেক এডহক কমিটি গঠনের অনুমতি প্রার্থনায় দরখাস্ত দিলে বিচারাদালত শুনানী অন্তে উক্ত দরখাস্ত মঞ্জুর করিয়া বিগত ১৭/০৪/২০২৪ ইং তারিখে বিহিত আদেশ প্রচার করেন। উক্ত আদেশের প্রথমাংশে কতক অনাবশ্যক বিভ্রান্তিকর শব্দ লিপি থাকায় সমিতির পক্ষে তৎবিরুদ্ধে মাননীয় জেলা জজ আদালতে ৩৯/২৪ নং মিছ আপীল দায়ের করিলে মাননীয় জেলা জজ আদালত উভয় পক্ষের শুনানী অন্তে বিগত ১৪/১০/২০২৪ ইং তারিখে প্রচারিত আদেশে নিম্ন আদালতের প্রচারিত ১৭/০৪/২০২৪ ইং তারিখের আদেশের প্রথমাংশে লিখিত বিভ্রান্তিকর লিপি কর্তনের আদেশে মিছ আপীল নিষ্পত্তি করেন।
বর্ণিত বাস্তবতায় সমিতির কার্য্যকরী পরিষদের নির্বাচন প্রশ্নে চলমান ৯০/২৪ অন্য মোকদ্দমা চুড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে বিচারাদালতের বিগত ১৭/০৪/২০২৪ ইং তারিখের আদেশের নির্দেশনা মোতাবেক সমিতির সিনিয়র সদস্য এড. মোঃ সাজ্জাদুর রহমান আকন্দ (নয়ন) এর নেতৃেত্বে নিম্ন বর্ণিত ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হইল। এডহক কমিটি পরবর্তী নির্বাচিত কার্যকরী কমিটির হাতে সমিতির দায়িত্ব বুঝাইয়া দিবেন।
আপনার মতামত লিখুন :