স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সন্ধায় ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্লাব সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, এই ক্লাবটি পরিচ্ছন্ন এবং পরিমার্জিত একটি ক্লাব। সমাজের অগ্রগন্য যে মানুষ তাদের সমন্বয়ে যে এই ক্লাবের যে কার্যক্রম তারা একত্রিত হয়েছে এটাই আমাদের বড় পাওয়া। তিনি আরো বলেন, এখানে যে সাংবাদিকরা রয়েছেন তারা যে কোন বিচারে ঢাকার যে কেন্দ্রিয় প্রেসক্লাব তাদের চেয়ে কোন অংশে কম নয় বরং অনেকাংশে এগিয়ে রয়েছে। এই প্রেসক্লাবের আরো একটি ভালো দিক হচ্ছে যে তারা লিখনির মাধ্যমে তাদের মতামত গোটা জেলায় প্রতিনিধিত্ব করেন। এই প্রেসক্লবটি অনন্য ভ’মিকায় রয়েছে। তারা মননশীল মানসিকতার মানুষ। এই ক্লাবের খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের প্রানবন্ত করে রেখেছে। এখানে পারদর্শী খেলোয়াড় রয়েছেন। সারাদিন সাংবাদিকতার পর সন্ধায় সবাই একসাথে যে খেলাধুলা হয় এটি ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। এই ক্লাবের সমৃদ্ধি কামনা করি। ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। সঞ্চালনায় ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু। এসময় ক্লাব সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :