মোহনগঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নাগরিক সংবর্ধনা


swadeshsangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন / ১৯৭
মোহনগঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নাগরিক সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হাওর জনপদের আলোকিত মানুষ মোহনগঞ্জের গর্বিত সন্তান ওবায়দুল হাসান বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় মোহনগঞ্জে প্রধান বিচারপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ সহ আশেপাশের সর্বস্তরের মানুষ। মোহনগঞ্জ বাসীর জন্য এদিনটি ছিল প্রাণের উচ্ছাসের ও ঐতিহাসিক দিন। নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে মোহনগঞ্জের আলোকিত পরিবারের গর্বিত সন্তান ওবায়দুল হাসান মহোদয় বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায়। মোহনগঞ্জ বাসী কর্তৃক দেয়া হয় এ বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একই পরিবারের আলোকিত সন্তান নেত্রকোনা জেলার উন্নয়নের রূপকার, মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য, হাওর পুত্র জননেতা সাজ্জাদুল হাসান এমপি। আরও উপস্থিত ছিলেন, নেত্রকোণার জেলা ও দায়রা জজ শাহজাহান কবির, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, নেত্রকোনা জর্জ কোর্ট এডভোকেট শামসুর রহমান লিটন সহ মোহনগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন। সঞ্চালনায় ছিলেন ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদচেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী।