ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বারেক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ৩:২১ অপরাহ্ন / ১৬৮
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বারেক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চর কালিবাড়ি এলাকার চাঞ্চল্যকর বারেক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৩ আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। গত ২১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কোতোয়ালি থানাদিন দক্ষিণ চর কালিবাড়ি এলাকায় জমি জমার পূর্ব শত্রুতা নিয়ে বারেক (৬৫) কে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা করা হয়। উক্ত ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলার রুজু করা হয়। উক্ত হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী মোঃ মুন্না (২২), পিতা-মেসের আলী, রবিন (২৫), পিতা-মোঃ জুলু মিয়া, উভয় সাং-আটানী পুকুরপাড়, মডের ডিপো ও রাজু মিয়া (২২), পিতা-সাইদুল ইসলাম, সাং-বকতিয়ারপুর আদর্শগ্রাম, থানা-হাজির হাট, জেলা-রংপুর, এপি/সাং-আটানী পুকুরপাড়, মডের ডিপোর সামনে তারেকের বাসার ভাড়াটিয়া), সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগনদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা বিজ্ঞ আদালতের স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। ইতি পূর্বেও উক্ত মামলায় ২জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।