রঞ্জন মজুমদার শিবু : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি স্মৃতিচারণ করে বলেন, শৈশবে আমিও তোমাদের মত সারাদিন প্রাননচাঞ্চল্যে ময়মনসিংহ জিলা স্কুলের মাঠে খেলাধুলা করেছি। শৈশবের সেই স্মৃতি আজো আমাকে আবেগে আপ্লুত করে। এই স্কুলের সাথে আমার আত্মার বন্ধন আজীবন অটুট থাকবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি তোমরাও একদিন আমার মতই এই স্কুলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়বে। আজ তোমরা স্কুলের ক্ষুদ্র গন্ডিতে যে জ্ঞান অর্জন করছো, এই জ্ঞানের অলোকে বৃহত্তর পরিসরে মানব সেবায় তোমরা অগ্রণী ভুমিকা পালন করবে এই প্রত্যাশা আমাদের সকলের। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী প্রজন্মের নিকট তোমরা একটি স্বর্নালী ভবিষ্যত উপহার দেবে আমরা সেটাই প্রত্যাশা করি।
বৃহস্পতিবার ( ২ মার্চ) সকালে নগরীর জিলা স্কুল ছাত্রাবাস মাঠে ময়মনসিংহ জিলা স্কুলের ১৭০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও তোমাদের জানতে হবে। আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে একক নেতৃত্বের মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে কিভাবে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা জানতে হবে। এই জানার মাধ্যমেই তোমাদের জ্ঞান পূর্ণতা লাভ করবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানলে, তার আদর্শ বুঝতে পারলে দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে কোন বাধাই তোমাদের প্রতিহত করতে পারবে না বলে আমার বিশ্বাস। একইসাথে খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে নিজেদের দেহ ও মনের সুস্থ্যতা বজায় থাকবে। তাই নিয়মিত শরীর চর্চা ও সাংস্কৃতিক অনুশীলন করার জন্য আমার অনুরোধ থাকলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক ( ভারপ্রাপ্ত) আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী প্রমুখ। সার্বিক সমন্বয়ে ছিলেন বিশ্বনাথ চৌধুরী, অজিত দাস। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সহকারি প্রধান শিক্ষক (দিবা) মোঃ আব্দুস সালাম ও মোঃ সিদ্দিকুর রহমান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, অভিবাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :