শ্যামগঞ্জ হ্যালো হাইওয়ে পুলিশের অ্যাপস সম্পর্কে ক্যাম্পইন অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১:১৯ অপরাহ্ন / ১৮১
শ্যামগঞ্জ হ্যালো হাইওয়ে পুলিশের অ্যাপস সম্পর্কে ক্যাম্পইন অনুষ্ঠিত

তিলক রায় টুলু পূর্বধলা : শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের নতুন অ্যাপস হ্যালো এইচপি অ্যাপস ইনস্টেশন সচেতনামূলক ক্যাম্পইন উপলক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩ অক্টোবর সকালে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের(ময়মনসিংহ রিজিয়নের ) উদ্যোগে হাইওয়ে পুলিশ ফাঁড়ির অডিটোরিয়ামে এ ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়।

হ্যালো অ্যাপস সম্পর্কে সাধারন জনগন দ্রুত কিভাবে সেবা পেতে পারে, কি কি সেবা পাবে, ইনস্টেশন হাইওয়ে পুলিশের সাহায্য পাওয়া, সে সর্ম্পকে বিশদ আলোচনা করেন ঢাকা হাইওয়ে পুলিশের এএসআই এমদাদুল হক। তিনি আরো জানান হাইওয়েতে ঘটে যাওয়া যেকোন বিষয়ে অভিযোগ পাঠানো যাবে।গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট যেমন রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ব্যবহার ইত্যাদি। এই অ্যাপসের জরুরী সাহায্য বাটন চেপে হাইওয়ে পুলিশের সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া ভাড়ার তালিকা ,ব্রিজ, ট্রোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

এ সময় বক্তব্য রাখেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম, সাংবাদিক তিলক রায় টুলু প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র, চালক, সচেতন নাগরিক, সুধীজন উপস্থিত ছিলেন।