শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পূজা অনুষ্ঠিত


swadesh sangbad প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন /
শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ নগরীর মহারাজা রোডস্থ দেশের অন্যতম প্রাচীন বৈষ্ণব মন্দির শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির অঙ্গণে ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয় মন্দির পরিক্রমা, সকাল ৬টায় উষা ভোগ, সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় বাল্যভোগ, দুপুর দেড়টায় মধ্যাহ্নকালীন ভোগরাগ, বিকাল সাড়ে ৫টায় বৈকালিক ভোগ, রাত ৮টায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতী এবং রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। পরিশেষে পদাবলী ও ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী পূজা অনুষ্ঠানে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রীমতি মন্টি সরকার উপস্থিত হলে মন্দিরের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট শ্রী বাঁধন গোস্বামী, সাধারণ সম্পাদক শ্রী সীতেশ পাল, সহ-সভাপতি প্রকৌশলী শ্রী দীপক মোদক, শ্রী আশীষ সরকার, শ্রী শশাঙ্ক পাল নান্টু, শ্রী শ্যামল পাল, সহ-সাধারণ সম্পাদক শ্রী উত্তম ঘোষ, শ্রী রূপন আইন সাধু, কোষাধ্যক্ষ শ্রী বিপ্লব পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী দেবল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী দেবব্রত দাস দুকুল, দপ্তর সম্পাদক শ্রী দিলীপ দাস কাজল, প্রচার সম্পাদক শ্রী প্রবীর সাহা, সহ-প্রচার সম্পাদক শ্রী পিয়াস কুমার দত্ত পলাশসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।