স্টাফ রিপোর্টার : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে ১৪ দলের শীর্ষ নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্তকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে ১৪ দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জানুয়ারী) বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে ভাষা সৈনিক এম শামছুল হক মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং। এসময় তিনি বলেন, আওয়ামীলীগের প্রার্থী মোহিত উর রহমান শান্ত, নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মোহিত উর রহমান শান্তকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ময়মনসিংহ সদর-৪ আসনের নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত বলেন, আগামী ৭ তারিখ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অধ্যক্ষ মতিউর রহমান যে ভাবে আপনাদের পাশে ছিলেন, আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে অমৃত্যু আপনাদের পাশে থাকবো।
১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ময়মনসিংহ মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ মতিউর রহমানের সন্তান মোহিত উর রহমান শান্তকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ময়মনসিংহ সদর-৪ আসনে নৌকা প্রতীকে প্রার্থী করেছেন। এই আঞ্চলের মানুষ এই জনপদের মানুষ আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মার্কা নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করবে। বক্তাগণ আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তকে বিজয়ী করা লক্ষ্যে ১৪ দল একত্রে কাজ করছে। একটি দল নির্বাচনকে বানচাল করতে নানা পরিকল্পনা করে চলেছে। তাদের এই পরিকল্পনা ব্যর্থ করে ভোটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তাই নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে ১৪ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা আওয়ামিলীগ সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে এবং জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এর সঞ্চালনায় ১৪ দলের সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস ছালাম, জেলা জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, মহানগর আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক লিটন পাল, ধর্ম বিষয়ক সম্পাদকসোহরাব উদ্দিন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ডাঃ সুজিত বর্মন, সাধারণ সম্পাদক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, ন্যাপ সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন তালুকদার প্রমুখ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শান্ত বলেছেন, আওয়ামীলীগের প্রার্থী, নৌকার প্রার্থীকে ভোট নিয়ে জয়যুক্ত করবেন।
আপনার মতামত লিখুন :