যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের
জন্মোৎসব উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বমানব পরিত্রাতা সনাতন ধর্মের উদার ও মহৎ আদর্শের প্রচারক সঙ্ঘগুরু যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭তম জন্মোৎসব উপলক্ষে বার্ষিক উৎসব ও হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শক্রবার (২ ডিসেম্বর) সকালে শ্রীশ্রী প্রণব মঠের আয়োজনে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রণব মঠ বাংলাদেশ এর সভাপতি ও নওগা সেবা সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিগি¦জয়ানন্দ, বাজিতপুর সেবা সংঘের শ্রীমৎ স্বামী সুদ্ধাত্মানন্দজী মহারাজ, ঢাকা প্রণম মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংগীতানন্দজী মহারাজ, পিরোজপুর শ্রীরামকাঠি সেবা সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিতাত্মানন্দজী মহারাজ, সাতক্ষীরা আশাসুনি রামপুর সেবাসংঘের অধ্যক্ষ ব্রহ্মচারী শ্যামল মহারাজ, নওগা সেবাশ্রম সংঘের ব্রহ্মচারী বলরাম মহারাজ, শ্রীরামকাঠির ব্রহ্মচারী সজিব মহারাজ, সেবক বাসুদেব সহ সনতান ধর্মালম্বী নারী পুরুষ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে সকাল ১১টায় শ্রীমৎ আচার্য্যদেবের মহাভিষেক ও শ্রীশ্রী গুরুপূজা। বেলা ১২টায় অন্নকুট ভোগ, মহাপ্রসাদ বিতরণ ও নর-নারায়ন সেবা। বিকেল ৫টায় মঙ্গলাচরণ, শ্রীশ্রী সংঘগীতা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ। বিকেল সাড়ে ৫টায় ভজন সংগীতানুষ্ঠান (প্রণব মঠের শিল্পবিৃন্দ)। রাত্র সাড়ে ৭টায় প্রণবানন্দ জয়ন্তী সম্মেলন, বিষয়-সনাতন ধর্ম পুনঃজাগরণে স্বামী প্রণবানন্দ ও তাঁর সঙ্ঘ। রাত্র সাড়ে ৮টায় বৈদিক বিশ্বশান্তি যজ্ঞানুষ্ঠান ও ১২৭টি মঙ্গলদীপ প্রজ্জ্বলন। রাত্র সাড়ে ৯টায় শ্রীশ্রী আচার্য্যদেবের বীর-ভাবোদ্দীপক পূজারতি ও প্রার্থনা। রাত্র ১০টায় মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :