মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে চলমান উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে-মেয়র টিটু

রিপোর্টার / ১৫৮ ভিউ
আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:২৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাসীর উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়া, সড়ক আলোকিতকরণের জন্যও ৪৯ কোটি টাকার একটি প্রকল্পও চলমান আছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে আধুনিক ময়মনসিংহের পথে এগিয়ে যাবে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর ১৪ নং ওয়ার্ডের ২ টি সড়ক ও ১ টি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের সড়ক নেটওয়ার্ক, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কবাতি উন্নয়ন হলে নাগরিকবাসির জীবনমান উন্নত হবে। তাই এসকল উন্নয়নে আমরা বদ্ধপরিকর কাঙ্খিত উন্নয়ন সঠিক ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী গুনাবলীর নেতৃত্বের কারণে চলমান কাজ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন কাজগুলো যাতে সঠিক সময় সঠিকভাবে সম্পন্ন করে নাগরিকদের সুবিধাগুলো পৌছে দিতে পারি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মেয়র আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উন্নয়নের গতি বাধাগ্রস্থ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বাধাও আমরা সফলভাবে কাটিয়ে উঠবো। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা নাগরিকদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
উদ্বোধনকালে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক উজ্বল, ১৩, ১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ প্রায় ২ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যায়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অভ্যন্তরে আরসিসি রাস্তা এবং লাশ কাটা গেইটের বিপরীত পাশ হতে সেহড়া খাল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনের নিমান কাজ বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com