দেহ ও মনের সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা- গণপূর্ত প্রতিমন্ত্রী
রঞ্জন মজুমদার শিবু : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, দেহ ও মনের সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা। খেলাধুলায় শরীরকে সুস্থ রাখে, মনকে বিকশিত করে এবং হতাশা ও অবসাদ দূর করে। নিয়মিত খেলাধুলা করলে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে, ফলে মানুষের বিপথগামীর পথ সম্ভাবনা হ্রাস পায়। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেমনে খেলাধুলা ও শরীরচর্চা গুরুত্বপূর্ন ভ’মিকা রাখে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এর ব্যবস্থাপনায় বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলার মাধ্যমে সুন্দর মনের জাগ্রত হয়। এতে মন ভালো থাকে এবং সম্প্রীতি বাড়ে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাস ঘটে। যতবেশী খেলবে তত বেশী ভালো থাকবে। সুন্দর দেশ গড়তে আমাদের ভালো মানুষ হতে হবে।
প্রতিযোগিতায় ৪টি জেলা ও ১টি সিটি কর্পোরেশনের ৩৫০ শিক্ষার্থী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :