স্টাফ রিপোর্টার ঃ মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি” কর্তৃক একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গত বুধবার (৩০ জুলাই) উক্ত ক্যাম্প পরিদর্শন করেন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা। ক্যাম্প পরিদর্শনে ডা: সুমন কান্তি সাহা সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রোগ্রামের সফল বাস্তবায়নের জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত ক্যাম্পে ৪০৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং তার মধ্য থেকে ১৮৬ জন রোগীকে ছানি অপারেশনের জন্য ভর্তি করা হয়। উক্ত প্রকল্পের দাতা সংস্থা সাইটসেভার্স।
এ সময় উপস্থিত ছিলেন সাইটসেভার্স জেলা সমন্বয়কারী গোলাম জাকারিয়া, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, অপারেশন ম্যানেজার রন্জু চন্দ্র সাহা, এরিয়া ম্যানেজার মোঃ রেজাউল করিম তালুকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :