ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৪


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন / ১৩৬
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া চুকাইতলা হতে চুরি মামলায় আসামী মোঃ মাহফুজুর রহমান তুহিনকে গ্রেফতার করেন। এসআই তাইজুল ইসলাম নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন মধ্য বাড়েরা হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুলকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসআই দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সানকিপাড়া বাজার এলাকা হতে নিয়মিত মামলার আসামী মনির হোসেনকে গ্রেফতার করেন। এসআই শাহজালাল ৩নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গাঙ্গিনারপাড় পালিকা মার্কেটের সামনে হতে চুরি মামলায় আসামী উৎপল চন্দ্র দেকে গ্রেফতার করেন। এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ছোট বাজারস্থ রুপালী ব্যাংকের সামনে হতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নিয়মিত মামলার আসামী সুমন ঘোষকে গ্রেফতার করেন। এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গাঙ্গিনার পাড় হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ শাহীন, মোঃ সেন্টু মিয়াকে গ্রেফতার করেন। এএসআই নুর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হতে অন্যান্য মামলায় আসামী মোঃ সাইদ, মোঃ ইমরান হোসেনকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এএসআই কাজল, হযরত, মাসুম থানা এলাকায় অভিযান করে ৪টি সিআর এবং এসআই আবুল কাশেম ১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন হৃদয় মিয়া। সিআর গ্রেফতারী পরোয়ানায় ৪জন মোঃ আসাদ মিয়া, আকরাম, সুলতানা বেগম, মানিক মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।