মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের নৈকট্য লাভ করা যায়-মেয়র টিটু


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৩, ২:২৯ অপরাহ্ন / ২৩৪
মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের নৈকট্য লাভ করা যায়-মেয়র টিটু

রঞ্জন মজুমদার শিবু : স্বামী বিবেকানন্দের ১৬১ তম আর্বিভাব তিথি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, মাবতার সেবাই পরম ধর্ম। মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের নৈকট্য লাভ করা যায়। তিনি আরো বলেন, শিক্ষা দিক্ষায় স্বামী বিবেকান্দ ৪৫ বছর জীবনে যে শিক্ষা বা আদর্শগুলো আমাদের মাঝে দিয়েছেন যার কারনে ১৬১ বছর পরেও আমার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এমনি ভাবে হাজার বছর মানুষের মাঝে বেঁচে থাকবেন। মেয়র বলেন, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এই বিশ্ব গড়ার জন্য। তাই আমাদের দায়িত্ব সকলকে ভাল রাখা। কিন্তু আমরা নানা কারণে বিভ্রান্ত হয়ে সে আদর্শ থেকে সরে যাই। সৃষ্টিকর্তা যুগে যুগে মহামানব রূপে আর্বিভুত হয়ে আমাদের সঠিক পথের অনুসন্ধান দিয়েছেন। সকল মানুষের প্রতি আমরা যেন সমান দায়িত্ব পালন করি। তিনি কোন ধর্ম বর্ণের কথা বলেননি তিনি মানবের কথা বলেছেন জীবের কথা বলেছেন। কিন্তু আমাদের সমাজে নিজেরা লাভবান হওয়ার জন্য বিভ্রান্ত ছড়ানো হয়, বিশৃংখলা সৃষ্টি করা হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষা দিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করি আমি বিশ্বাস করি আমরা ভালো থাকব, রাষ্ট্রকে ভালো রাখব। সম্প্রীতি ভাতৃত্ববোধ যদি আমাদের মধ্যে থাকে তবেই আমরা সুন্দর সমাজ গড়তে পারব। ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনের এই আয়োজনের জন্য। মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান স্বাধীনতা যুদ্ধে একটি দর্শণ ছিল বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক সুখি সমৃদ্ধ সোনার বাংলা। বিবেকান্দ যে উদ্যেশ্য নিয়ে এই বিশ্বকে তিনি একত্রিত করার চেষ্টা করেছিলেন ঠিক একই ভাবে আমাদের জাতির পিতা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ করেছিলেন। এই লক্ষ্যেই তিনি মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন আমরা একত্রে মিলেমিশে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করব। মুক্তিযুদ্ধের চেতনায় সকল ধর্মের মানুষ এক সঙ্গে কাজ করতে হবে। মানুষকে ভালোবাসব, সন্মান করবো তবেই এই জগৎ সংসার শান্তিময় হবে।
রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দজ মহারাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সচিব শ্রী কিরীট কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ এর সহ-সভাপতি শ্রী সরোজিত রায় জোনাকী, ময়মনসিংহ প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী অমিত রায়। স্বাগত বক্তব্য রাখেন তারাকান্দা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) শ্রী শ্যামল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বশ্রী অরিত্র দেবনাথ, নিরঞ্জন রায়, অংকুর বনিক, অনুপ রায়, শ্রী ইশান বিশ্বাস, সৌরভ সরকার, অপু দে, দেবব্রত বিশ্বাস, সৌরভ রায়, উৎস বর্মন, অশেষ দেব, অঙ্কুর বনিক প্রমুখ। উপদ্ঘাত বক্তব্য রাখেন স্বামী কল্যাণদানন্দ মহারাজ। ধন্যবাদ জ্ঞপন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শ্রী শিবেন্দ্র নারায়ণ গোপ। সঞ্চালনায় ছিলেন সনৎ ধর। বেদপাঠ করেন বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের বিদ্যার্থীবৃন্দ।
এর আগে ভোর ৫টায় মঙ্গলারতি, সাড়ে ৫টায় ধ্যান-জপ, সকাল সাড়ে ৬টায় বেদ, গীতা, স্বমীজীর রচনা পাঠ ও ভজন স্তোত্র, সকাল ৮টায় বিশেষ পূজা, ভক্তিমূলক সঙ্গীত আশিক সরকার তুষার, সকাল সাড়ে ১১টায় পুস্পাঞ্জলি, সকাল সাড়ে ১১টায় আলোচনা এবং দুপুর ১টায় প্রসাদ বিতরণ করা হয়।