ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় নেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত ভাটা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এ অভিযান পরিচালনা করেন। আদালত সুত্র জানায়, উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কের পাশথেকে অবৈধভাবে মাটি কেটে একতা ব্রিক্স ফিল্ডে নেয়ার সময় ভাটা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :