ফুলপুর প্রতিনিধি : দৈনিক যুগান্তর পত্রিকার ২যুগে পদার্পণ উপলক্ষ্যে ফুলপুর বাসস্ট্যান্ড ঘাস ফড়িং হোটেলে স্বজন সমাবেশ ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনির পরিচালনায় রোববার কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও সেকেন্ড অফিসার মোঃ সুমন মিয়া। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাব সহ সভাপতি ক্বারী সুলতান আহম্মদ (জাহান), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায় দিন), সাংবাদিক নজরুল ইসলাম ফকির (দেশের খবর), মোস্তফা খান (কালের কন্ঠ), আজহারুল ইসলাম (দেশের পত্র), আবু রায়হান (ভোরের কাগজ), সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), মফিদুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), বাহার উদ্দিন (আলোকিত দেশ), জুয়েল রানা (মুক্তালোক), শাজাহান তালুকদার (নিউজ-২১) প্রমুখ।
আপনার মতামত লিখুন :