যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ন / ১৫০
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে যাথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৭টায় নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। পরে পর্যায় ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস এর নেতৃত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য সহ রেঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ সদস্য বৃন্দের নেতৃত্বে কর্মকর্তা বৃন্দ, সদর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি, বেসকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নানা শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।