আন্তর্জাতিক নারী দিবসে ময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে সাহসী নারীদের সংবর্ধণা প্রদান


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন / ১১১
আন্তর্জাতিক নারী দিবসে ময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে সাহসী নারীদের সংবর্ধণা প্রদান

স্টাফ রিপোর্টার : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ মার্চ) সকাল ১০ টায় ময়মনসিংহের জিরো পয়েন্ট মোড় হতে বর্ণাঢ্য এক র‌্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত র‌্যালীতে অংশগ্রহণ করে। পরে বেলা ১১ টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলক কান্তি চক্রবর্ত্তী এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফরিক। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-পরিচালক, মহিলা বিষয়ক
অধিদপ্তর নাজনীন সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি লিলা রায়, সদস্য জেলা পরিষদ মীর সালমা, নারী নেতৃ জাহানারা খানম, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, এরিয়া কো-অডিনেটর (জঐজঘ) মোঃ জিল্লুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ আশরাফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) মোঃ আনিসুর রহমান, মোঃ বদরুজ্জামান, কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু, সিনিয়র অফিসার (ক্যাপাসিটি ডেভোলমপেন্ট) মোঃ রুহুল ইসলাম খান, সিনিয়র অফিসার (মনিটরিং) নুরুল আশেকিন, অফিসার (সেলপ) মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারীদের মধ্যে সাহসী ৩ জন নারীকে সংবর্ধনা স্মারক প্রদান করেন। সংবর্ধণা স্মারক প্রাপ্ত নারীরা হলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সুবিধাভোগী রোকেয়া বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত পল্লী সমাজের সদস্য রওশন আরা এবং ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সুবিধাভোগী মুর্শিদা জামান। এই সকল নারীরা তাদের জীবনে পারিবারিক ও সামাজিক অনেক বাঁধা অতিক্রম করে আজ সফলতা পেয়েছেন এবং নিজের পায়ে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, পল্লী সমাজের সদস্য ও ইয়ুথ সদস্যসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন। এখানে উল্লেখ্য ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় উপজেলা প্রশসনের আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি নিজস্ব ব্যানারসহ অংশগ্রহণ করেন।