স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন / ২০২
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার

রঞ্জন মজুমদার শিবু : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। মেলায় বিভিন্ন দপ্তরের সেবামূলক প্রতিষ্ঠানের ২৪টি স্টল খোলা হয়েছে। এর আগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বৈশাখী মঞ্চে এসে শেষ হয়। র‌্যালীতে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরে বৈশাখী মঞ্চে উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সেবার মন মানসিকতা নিয়ে সেবা গ্রহিতাদের সেবা প্রদান করতে হবে। তিনি আরো বলেন, এই যে মহাপরিকল্পনা বা টার্গেট এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার। আসুন সবাই মিলে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য কাজ করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রত্যেককে স্মার্ট হতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সরকারি নির্দেশনা সমূহ পরিপুর্ন ভাবে বাস্তবায়নে আন্তরিক হব তখনই স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আমাদের সরকারের যে পরিকল্পনা স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে চতুর্থ শিল্প বিল্পবের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অনুধাবন গুলো আছে তা বাস্তবায়ন করতে হবে। আমরা ইনোভেটিব হই এবং জনগণের সেবা নিশ্চিত করনে কাজ করি। এই সেবা আরো কিভাবে সহজ করা যায় সে বিষয়ে পরিকল্পনা করি। বিভাগীয় কমিশনার আরো বলেন, সেবা গ্রহিতা যেন কোন দুর্ভোগের শিকার না হয়। আমরা ব্যাক্তিগত জীবনে যেমন ইনোভেটিব হবো তেমনি অফিসিয়ালী সামাজিক সব ক্ষেত্রে ইনোভেটিব হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন দপ্তরে ডিজিটাল সেবা উদ্ভাবন হয়েছে বলেই আমরা ফল পাচ্ছি এখন ঘরে বসেই অনেক কাজ অতি সহজে করতে পারছি। তাই যে কোন ক্ষেত্রে বা বিষয়ে আমরা যদি যদি উদ্ভাবন করতে পারি কোন ভালো বিষয়ে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে সমাজের সব জায়গায় এটি স্বস্তি এনে দিতে পারে। আমি মনে করি উদ্ভাবন একটি গুরুত্বপূর্ন বিষয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন) এনামুল কবীর, জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, স্থানীয় সরকার পরিচালক ফরিদ আহমেদ, জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান। আলোচনা শেষে বিভাগীয় কমিশনার অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।