ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৪


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৩:২১ অপরাহ্ন / ৯৮
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৪ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই রুবেল, এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীণ শিবু মার্কেট এলাকা হতে ফতুল্লা থানা পুলিশের সহায়তায় অপহরন সহ ধর্ষণ মামলার আসামী মোঃ আবু সাঈদ হোসেন ওরফে সাবুকে গ্রেফতার করা হয়। এসআই আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালীবাড়ী রোডস্থ এসকে হাসপাতালের সামনে হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মিরাজকে গ্রেফতার করা হয়। এসআই উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাহাদুরপুর সাকিন হতে নিয়মিত মামলার আসামী মোঃ সুরুজ আলীকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি সিআর সাজা বডি তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১ জন মোঃ সোহেল। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।