ত্রিশালে পারিবারিক ঘটনায় অতিরিক্ত ডিআইজিকে দোষারুপ করায় সংবাদ সম্মেলন


swadeshsangbad প্রকাশের সময় : জুন ১৬, ২০২৩, ২:৫৪ অপরাহ্ন / ১০০
ত্রিশালে পারিবারিক ঘটনায় অতিরিক্ত ডিআইজিকে দোষারুপ করায় সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : মায়ের পেনশনের টাকা ছিনিয়ে নেয়াসহ পরিবারের সদস্যদের মারধর করার ঘটনাকে নিয়ে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১৬ জুন) বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে ত্রিশালের শিমুলিয়া পাড়ার গোলাম মোহাম্মদ সোহেল।
তিনি বলেন, আমরা সাত ভাইয়ের মধ্যে আশিক বেপরোয়া। সে আমার মা নুরুন্নাহারকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে পেনশনের টাকা ছিনিয়ে নেয়। আমার মা আশিককে অনেক সময় টাকা দিতে না চাইলে তাকে (মা) আশিক মারধর করে। এ ঘটনায় ছেলে হিসেবে আমি এবং আমার অন্য ভাইয়েরা প্রতিবাদ করি। এক পর্যায়ে মসজিদের মুসুল্লীদের মাধ্যমে এলাকাবাসির কাছে বিচার দাবি করি। এতে আমার ভাই আশিক আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকেসহ পরিবারের অন্যান্য ভাইদেরকে খুন, জখম ও হত্যার হুমকি দেয়।্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্ প্রাণ বাচাতে আমরা গত কয়েক বছর ধরে নিজ বাড়িতে না এসে অন্যত্র দিনাতিপাত করছি। গত ২০ মে আমি ঢাকা থেকে নিজ বাড়িতে এলে আশিক আমাকে মারধর করে। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের করি। পাশাপাশি মামলার সঠিক বিচারের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করি। এতে আমার ভাই আশিক ক্ষিপ্ত হয়ে আমি এবং আমার ছোট ভাই পুলিশে কর্মরত মিজানুর রহমান সুজনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন কুরুচিপুর্ন ভাষা ব্যবহার রেঞ্জ ডিআইজির কাছে অভিযোগ করেন। উক্ত ঘটনা নিরসনের লক্ষে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এনামুল কবির আমার মাসহ আমাদের সাত ভাইকে গত ১৪ জুন তার কার্যালয়ে ডাকেন। এ সময় আমার ভাই আশিক অতিরিক্ত ডিআইজির কার্যালয়ে উত্তেজিত হয়ে আমার মাকে অকথ্য ভাষায় গালমন্দ করায় তিনি ক্ষিপ্ত হন এবং আশিককে নিবৃত করেন।
এ প্রেক্ষিতে আমার ভাই আশিক তুচ্ছ এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তার পেশা আইনজীবি হিসেবে ব্যবহার করে ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতিকে হাতিয়ার হিসাবে বেছে নেয় এবং পরবর্তীতে জেলা আইনজীবি সমিতির মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করে অসত্য তথ্য দিয়ে গত ১৫ জুন জেলা আইনজীবি সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নানা মিথ্যা, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করে বাংলাদেশ পুলিশের সুনাম ক্ষুন্ন ও ভাবমূর্তি বিনষ্ঠ করে। আমি উপরে উল্লেখিত বিভ্রান্তিকর মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরে আশিকের বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে গোলাম মোহাম্মদ সোহেলের বড় ভাই ইমরুল কায়েস বিপ্লব, ছোট ভাই তারেক রহমান, ছোট ভাই মিজানুর রহমানের স্ত্রী তাহমিনা ও মিজানের শাশুড়ি উপস্থিত ছিলেন।