স্টাফ রিপোর্টার : মেয়র কাপ ময়মনসিংহ দ্বিতীয় বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুন) বিকালে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং টুর্নামেন্ট শেষে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। খেলাধুল শরীর মন সুস্থ্য রাখে। তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে।
ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ. কে. এম দেলোয়ার হোসেন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম। স্বাগত বক্তব্য রাখেন দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগের আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম শরিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিকের ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল সেলিনা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল শাম্মী আক্তার মিতু, ২৮,২৯,৩০ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল কাউসার-ই- জান্নাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :