আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভার উদ্যোগে পুরোহিত কর্মশালা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১:১১ অপরাহ্ন / ১৯৭
আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভার উদ্যোগে পুরোহিত কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, ধর্মসভা, দুর্গাবাড়ি এর উদ্যোগে ও ময়মনসিংহ পুরোহিত সংহতি পরিষদের সহযোগিতায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে দুর্গাবাড়িতে পুরোহিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শ্রী দেবদাস ভট্টাচার্য্য।
ধর্মসভা দুর্গাবাড়ির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী শংকর সাহার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পন্ডিত ভোলানাথ ভট্টাচার্য, শ্রী নিরঞ্জন চক্রবর্তী, পন্ডিত তপন চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন পন্ডিত কেশব চক্রবর্তী। কর্মশালায় শাস্ত্রীয় বিধান মোতাবেক সকলেকে শারদীয় দুর্গাপূজা আয়োজনের অনুরোধ করা হয়।