স্টাফ রিপোর্টার : ‘তথ্য শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রূখবো, দুর্নীতি থামান এখনই’ শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি) এর উদ্যোগে বুধবার (২৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সনাক ও টিআইবি’র তথ্য অধিকার ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে এই ওরিয়েন্টেশনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সভাপতি শরীফুজ্জামান পরাগ। শুভেচ্ছা বক্তব্যের পর বিষয়বস্তুর উপর সচিত্র বিস্তারিত উপস্থাপনা করেন সনাকের হাবিবুর রহমান। উপস্থাপনার পর বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি মীর গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, প্রেসক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেন, প্রেক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সনাকের তসলিম উদ্দিন।
গণমাধ্যম ব্যাক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সমমনা প্রতিষ্ঠা প্রতিনিধিগনের অংশগ্রহণে ওরিয়েন্টেশনে উপস্থাপনায় বলা হয় বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে টিআইবি ১৯৯৬ সাল থেকেই দুর্নীতি বিরোধী বিভিন্ন গঠনমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিক অর্ন্তভ’ক্তিমূলক ন্যায় সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়তে এবং দুর্নীতির বিরুদ্ধে অবদান রাখতে পাঁচ বছর মেয়াদী পিএসিটিএ প্রকল্প গ্রহণ করে। আর এর জন্য সবচেয়ে গুরুত্ববহন করে তথ্য অধিকার।
আপনার মতামত লিখুন :