স্টাফ রিপোর্টার ঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৪ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় তিনি বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে আমাদের যে আয়োজন তাতে তরুণদের আমরা পুনরজ্জিবিত করতে চাই। তাদের মধ্যে একতার যে শক্তি সেই শক্তি দিয়ে তাদের বলিয়ান করতে চাই। আমাদের বিশ^াস এখান থেকে ভালো খেলোয়াড় তৈরী হবে। তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি আরও বলেন, কোন একটা খেলাধুলার মাধ্যে যদি সম্মিলিত পারফরমেন্স না হয় তাহলে একক ভাবে কেউ জিততে পারে না। এখানে লাগবে সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মিলিত প্রচেষ্টা যদি সকলের সমান ভাবে না হয় তাহলে সম্মিলিত প্রচেষ্টায়ও লক্ষ্য অজন করতে ব্যর্থ হবে।
সকলের যদি সম্মিলিত প্রয়াস না থাকে তাহলে সে দেশ সামনের দিকে এগুতে পারে না। সব জায়গায় আমরা যেন একতাবদ্ধ থাকি। কেউ যেন পারস্পরিক হানাহানি বা দলাদলিতে আমরা যেন জাতিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত যেন কোন ভাবেই না করি। ভালো কিছু করার জন্য সম্মিলিত ভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই দেশকে আমরা আমাদের মত করে গড়তে চাই। এর জন্য সকলের দেশ প্রেম দেশের প্রতি ভালবাসা দেশের প্রতি মমত্ববোধ এটা যেন আমাদের সকলে মাঝে থাকতে হবে।
জেলা ক্রীড়া অফিসার আল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, রতন আকন্দ, মাহবুবুর রহমান, কমার্স কলেজ মোঃ একলাস উদ্দিন, দাপুনিয়া ডিকেজিএস ইউনাইটেড কলেজ অধ্যক্ষ মাহমুদুল হাসান আরিফ সহ প্রশসনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শর্ক ী ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খেলায় বালিকা ঈশ^রগঞ্জ উপজেলা ধোবাউড়া উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। অপরদিকে বালক ঈশ^রগঞ্জ উপজেলা ধোবাউড়া উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে, গফরগাঁও উপজেলা মুক্তাগাছা উপজেলাকে ৪-৩ গোলে পরাজিত করে জয়লাভ করে, গৌরীপুর উপজেলা ফুলবাড়িয়া উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে, সদর উপজেলা ফুলপুর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।
টুর্নামেন্টে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ মোট ১৪টি বালক এবং বালিকা দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :