সোমবার, ২০ মে ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পূর্বধলার মোছাঃ রেবেকা সুলতানা

রিপোর্টার / ৮৭ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৩ অপরাহ্ন

তিলক রায় টুলু পূর্বধলা : প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পূর্বধলার মোছাঃ রেবেকা সুলতানা ।
বৃহস্পতিবার বাছাই কমিটির সভাপতি নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেছ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।
তিনি পূর্বধলা উপজেলার ঝিনাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৯ সালে প্রধান শিক্ষিকা হিসাবে উপজেলার ঝিনাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে বিদ্যালয়টির শিক্ষাসহ সকল বিষয়ে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শিক্ষার মান উন্নয়ন,ছাত্র/ছাত্রী বৃদ্ধি করণ, বিদ্যালয় সুসজ্জিত করন, পরিপাটি অফিস কক্ষ, নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মান, নিজস্ব অর্থায়নে অভিভাবক ছাউনি নির্মাণ, নিয়মিত মা সমাবেশ, নিয়মিত স্টাফ মিটিং, ছাদ বাগান, ফুল বাগান ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন, নিয়মিত শ্রেণী পর্যবেক্ষন, শিখন ঘাটতি দুরীকরণে বিশেষ ব্যবস্থা নেওয়া, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, খেলাধূলার উপকরণ সরবরাহ, নিরাপত্তার জন্য স্কুলের বাউন্ডারিওয়াল নির্মাণের উদ্যোগ নেন। পাশাপাশি সংস্কৃতি র্চচা ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূ’মিকা রাখছেন।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কর্মকান্ডে অত্যান্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। তার নেতৃত্বে বিদ্যালয়টি জেলার মধ্যে অন্যতম বিদ্যালয়ে পরিনত হয়েছে।
প্রধান শিক্ষিকা মোছঃ রেবেকা সুলতানা বলেন, আমার এ প্রাপ্তি আমার স্কুলের পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। সকলেই শিক্ষা বান্ধব হওযায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূ’মিকা রাখছে। তাই সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com